E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর : খাদ্যমন্ত্রী

২০১৯ নভেম্বর ২৩ ১৬:৫৩:৫৩
মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সেচ খরচ প্রদানের পাশাপাশি কৃষিতে ভূর্তকী প্রদানের মাধ্যমে এবং ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। সর্বদা কৃষকের পাশে থেকে কৃষিতে বিপ্লব সৃষ্টি করতে তিনি কৃষকদের উৎসাহিত করে চলেছেন। 

তিনি বলেন, সরকার কৃষির পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিবন্দী, দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কল্যানেও কাজ করে যাচ্ছে। মানুষের সকল মৌলিক চাহিদা পূরনে সরকার বদ্ধপরিকর।

শনিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তি খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪৬০ জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা,পেঁয়াজ ও মুগডালের বীজ,সার বিতরণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই নিউটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমুখ।

শেষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্তর ভিত্তিক ৯৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৮ লাখ ৯২ হাজার ৮শ’ টাকা, দলিত, হরিজন বিশেষ ভাতা ১৯০ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকা ও সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমূহকে এক কালিন অনুদান ১৯ হাজার ৫শ’ করে ৬টি সংস্থাকে মোট ১লাখ ১৭ হাজার টাকা প্রদান করেন মন্ত্রী। এরপর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উপজেলার আইহাই ও পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

(বিএম/এসপি/নভেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test