E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০১৯ নভেম্বর ২৪ ১৭:৪৭:৪৭
পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।  কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রবি/২০১৯-২০ মৌসুমে ভূট্টা, সরিষা, পেঁয়াজ, শীতকালীন মুগ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

উপজেলার ১৫৬০ জন কৃষকের মাঝে উপকরন বিতরন করা হয়। এর মধ্যে ১১৫০জন কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৩২৫ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্টা বীজ, ২০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ১ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪০ জন কৃষকের মাঝে শীতকালীন মুগ বীজ ৫ কেজি, ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৩৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্রদান করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test