E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে জুয়ার আসর নিয়ে মধ্যরাতে হামলা, গুলি

২০১৪ আগস্ট ০৫ ০৯:৩০:৫৯
সিলেটে জুয়ার আসর নিয়ে মধ্যরাতে হামলা, গুলি

সিলেট প্রতিনিধি : সিলেটে জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে আবাহনী ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যরাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর কাজীরবাজারস্থ নির্মাণাধীন সুরমা সেতুর নিচে এ তাণ্ডব চলে।

এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণেরও ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা স্বীকার করে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, জুয়ার আসর বসানো নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকান্দর আলীর ভাই জাহাঙ্গীর আলম ও ছিনতাইকারী পারভেজ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার রাত ১০টায় জাহাঙ্গীরের জুয়ার আসরের তত্ত্বাবধায়ক লালা মিয়ার ওপর হামলা চালায় পারভেজ ও তার লোকজন। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রাতেই পারভেজসহ ৩-৪ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন লালা মিয়া। হামলার সময় পারভেজ তার সঙ্গে থাকা ৯৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে তিনি উল্লেখ করেন।

পরে রাত ১২টার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক আবাহনী ক্লাবের পাশে থাকা পারভেজের জুয়ার আসরে হামলা চালায়। এসময় তারা আবাহনী ক্লাব ও আশপাশের ৭-৮টি দোকান ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

স্থানীয় জানান, হামলার সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণও হয়।

(ওএস/এইচআর/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test