E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

২০১৪ আগস্ট ০৫ ১০:১৭:১৬
বড়লেখায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : সোমবার রাত সাড়ে আটটার দিকে মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা দলের পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ডাকাতরা পালিয়ে গেছে। এর দুদিন আগে জনতা এক ডাকাতের চোখে চুন লাগিয়ে নষ্ট করে পুলিশে সোর্পদ করেছে বলে জানা গেছে।

পুলিশ সুত্র জানায়, বড়লেখা উপজেলার প্রবাসী অধ্যুষিত সুজানগর ইউনিয়নের ডাকাতির সংঘটিত হওয়ার খবর পেয়ে পুলিশ রতুলী এলাকায় ওৎ পেতে থাকে। এসময় উক্ত স্থানে ৮/১০জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার সময় পুলিশ তাদেরকে ঘিরে ফেলে।

পুলিশ সেখান থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার জীবার আহমদ (২২), আব্দুশ শহীদ (২৬), ও বদরুল হক (৩৯) এবং বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ (২৮) ও সমুন আহমদকে (১৯) ছয়টি দা ও এক বান্ডিল সুতলীসহ আটক করে বড়লেখা থানায় নিয়ে আসেন। এ সময় স্থানীয় ডাকাতরা পালিয়ে যায়।

এ. এস. পি (সার্কেল) জুনায়েদ আহমদ সরকার ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম এ অভিযানের নেতৃত্ব দেন।

এর আগে গত শনিবার রাতে বড়লেখার দক্ষিনভাগের দোহালিয়া গ্রামের মনীপুরী সম্প্রদায় সুরজিত সিংহের বাড়ীতে সংঘটিত ডাকাতি মামলার প্রধান আসামী আছকর আলীকে (৩০) উপজেলার পাহাড়ী ডিমাই এলাকা থেকে জনতা আটক করে। উত্তেজিত জনতা আছিকর আলীর দুই চোখে চুণ লাগিয়ে চোখ নষ্ট করে পুলিশে সোর্পদ করে।

ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত পাঁচ ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

(এলএস/এইচআর/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test