E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈল উপজেলা আ. লীগের সম্মেলন ৩০ নভেম্বর

২০১৯ নভেম্বর ২৮ ১৬:৩৯:২৭
রাণীশংকৈল উপজেলা আ. লীগের সম্মেলন ৩০ নভেম্বর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপজেলা জুড়ে সাংগঠনিক উৎসব বিরাজ করছে নেতাকর্মিদের মাঝে। সম্মেলনকে ঘিরে পৌরশহরের মহাসড়কগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে নেতাকর্মিদের পক্ষ থেকে। এছাড়াও রঙ্গিন পোষ্টার শোভা পাচ্ছে শহরের বিভিন্ন স্থানে। 

এ সম্মেলন ৩০শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০টায় রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি উদ্বোধক জেলা আ’লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি বিশেষ অতিথি জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ সম্মেলনে উপজেলা আ’লীগের অন্যানা পদে তেমন প্রতিদ্বন্দীতার খবর পাওয়া না গেলেও সভাপতি সম্পাদক পদে প্রতিদ্বন্দীতার আলাপ আলোচনা শোনা যাচ্ছে তৃণমুল নেতাকর্মিদের মাঝ থেকে। এতে উপজেলা আ’লীগের সভাপতি পদে নাম শোনা যাচ্ছে বর্তমান সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাবেক সংরক্ষিত সাংসদ জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা । তবে এক্ষেত্রে সেলিনা জাহান লিটার কিছুটা অভিযোগও রয়েছে। তিনি বুধবার রাতে মুঠোফোনে বলেন,প্রতিদ্বন্দী প্রার্থী হতে হলে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু যোগাযোগ করা সম্ভব তো হচ্ছে না। কারণ এখন পর্যন্ত কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়নি।

এদিকে সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে। বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দীন উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আলমগীর সরকার আ’লীগ নেতা মামুনুর রশিদ এলবাট, জেলা পরিষদের সদস্য উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক (তৎকালীন বহিস্কৃত) আব্দুল কাদের ও উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক বর্তমানে উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের।

সম্মেলন প্রসঙ্গে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন বলেন, সম্মেলন খুব জাকজমাক পূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় উপজেলা আ’লীগের প্রতিদ্বন্দী পদগুলো নির্বাচিত হবে।

কাউন্সিলরদের তালিকা প্রকাশ প্রসঙ্গে তাজউদ্দীন বুধবার মুঠোফোনে বলেন, ৮টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের তালিকা মনে হয় প্রকাশ হয়নি। তবে খুব শিগগির হয়ে যাবে।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test