E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ট্রাক্টর চাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু, ট্রেন থেকে পড়ে বৃদ্ধের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

২০১৯ নভেম্বর ২৮ ১৮:৩৫:৪০
গৌরীপুরে ট্রাক্টর চাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু, ট্রেন থেকে পড়ে বৃদ্ধের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে লড়িট্রাক্টর চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার সহনাটী ইউনিয়নের রাইশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম প্রিতম মিয়া (১২) ও গুরুত্বর আহত তার ছোট ভাই প্রভাত (৪)। প্রিতম এবার রাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে। সে রাইশিমুল গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র। এছাড়া চলন্ত ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, প্রিতম মিয়া (১২) ও তার ছোট ভাই প্রভাত (৪) বাড়ির সামনে সাইকেল নিয়ে ঘুরছিলো। এ সময় একটি লড়ি ট্রাক্টর তাদের চাপা দেয়। স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক প্রিতম মিয়াকে (১২) মৃত ঘোষণা করে। তার ছোট ভাই আহত প্রভাত মিয়া (৪) শংকামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মওলা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লড়ি ট্রাক্টরটিকে আটকের চেষ্টা চলছে।

এছাড়া বুধবার (২৭নভেম্বর) গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় মোহগঞ্জ লোকাল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বুশরা বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test