E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে কুমার নদের পাড়ে ফাটল, হুমকির মুখে ৫০ পরিবার 

২০১৯ নভেম্বর ৩০ ১৭:৩৯:৫৫
মাদারীপুরে কুমার নদের পাড়ে ফাটল, হুমকির মুখে ৫০ পরিবার 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পৌর পেয়ারপুর এলাকার কুমার নদের পাড়ে ফাটল দেখা দিয়েছে। এতে করে জেলেপাড়া ও দাসপাড়া নামে দুই সম্প্রদায়ের প্রায় ৫০টি পরিবার আতংক ও হুমকির মুখে আছে। শনিবার সকালে ফাটল কবলিত এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পৌর পেয়ারপুর এলাকার কুমার নদের পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে জেলে ও দাস পাড়ার ৫০টি পরিবারের প্রায় ২০০ শতাধিক জনগণ। গত ছয়/সাত দিন আগে ঐ এলাকার কয়েকটি বাড়িঘরে ফাটল দেখা দেয়। ফাটলগুলো শুক্রবার বিকেলে থেকে বড় আকার ধারণ করে। এছাড়াও নদের পাড়ের কয়েকটি বাড়িঘর ডেবে গেছে। যে কোন সময় নদে ধসে যেতে পারে পুরো জেলে ও দাস পাড়াটি। ঐ এলাকায় ফাটল দেখা দেয়ায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে শনিবার সকালে ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহাসহ অন্যরা।

স্থানীয় মাধবী মালো বলেন, হঠাৎ করে আমাদের বাড়ির কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কখন যে বাড়ি নদে ভেঙ্গে যায় বুঝতে পারছি না। সরকার যেন দ্রুত ভাঙ্গণ বন্ধের ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় আরেক জন পান্টু দাস বলেন, আমার বসত ঘরের মাঝে ফাটল দেখা দিয়েছে। নদে ঘর ভেঙ্গে গেলে ছেলে-মেয়ে নিয়ে কোথায় উঠবো জানিনা। ভাঙ্গণ বন্ধ করতে তাড়াতাড়ি বালুর বস্তা ফেলা প্রয়োজন। বালুর বস্তা না ফেললে পুরো গ্রামটি নদে ভেঙ্গে যাবে।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানায়, কুমার নদের পাড়ের কয়েকটি বাড়ী ঘরে ফাটল দেখা দিয়েছে। আমি নদের পাড়ের ঐ সব বাড়ী ঘর এবং ফাটল দেখে এসেছি। আমি মন্ত্রণালয়ে নদের ভাঙ্গণ প্রতিরোধের জন্য আবেদন পাঠাবো। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ভাঙ্গণ রোধে কাজ করতে পারবো।

(এএস/এসপি/নভেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test