E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিসেম্বরের শুরুতেই ঈশ্বরদীর স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই

২০১৯ ডিসেম্বর ০১ ১৬:৫৪:০৫
ডিসেম্বরের শুরুতেই ঈশ্বরদীর স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ডিসেম্বরের শুরুতেই স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই। এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হতেই স্কুলে স্কুলে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। ইতোমধ্যে শেষ হয়েছে (জুনিয়র স্কুল সার্টিফিকেট) জেএসসি সমমানের ও পিইসি পরীক্ষা। নতুন বছরের শুরুতেই নতুন শ্রেণীনে শিক্ষার্থীদের শুরু হবে ক্লাস। তখনই প্রয়োজন হবে নতুন ক্লাসের বই। 

সরকার প্রতি বছরের মতো এবারেও শিক্ষার্থীদের হাতে তুলে দিবে বিনামূল্যের বই। ১ লা জানুয়ারীতে স্কুলে স্কুলে বই উৎসবের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই স্কুলে স্কুলে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে ।

রবিবার ঈশ্বরদী উপজেলা পরিষদের শিক্ষা অফিস প্রাঙ্গনে গিয়ে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে বিনা মূল্যের বই নিতে এসেছেন শিক্ষকরা।

মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার জানান, ঈশ্বরদীতে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে যাবে লক্ষাধিক বই। ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লক্ষ ৫৬ হাজার ৪৫০টি, ১৮টি দাখিল মাদ্রাসায় ৩৭ হাজার ২০০টি এবং ২০টি এবতেদায়ী মাদ্রাসায় ৬৪ হাজার বইয়ের প্রয়োজন হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে বই পৌঁছে দেওয়ার সময় রয়েছে। ধারাবাহিকভাবে ধীরে ধীরে বই আসছে । এখন থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট হস্তান্তর করা হচ্ছে। বই শিক্ষা প্রতিষ্ঠানে বহন করতে বই প্রতি ১৫ পয়সা করে পরিবহন খরচও দেওয়া হবে। বইয়ের সংখ্যা হিসাবে বই বহনের খরচ নির্দিষ্ট স্কুলের ব্যাংক একাউন্টে টাকা পৌছে যাবে।

ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম জানান, উপজেলা পরিষদ থেকে বই এনে স্কুলের নির্দিষ্ট কক্ষে রাখা হচ্ছে। বার্ষিক পরীক্ষা ও ফলাফল ঘোষণার পর প্রতিটি শ্রেণীর শিক্ষার্থী অনুযায়ী বিভিন্ন বিষয়ের বই আলাদা করে বান্ডিল করে রাখা হবে। ১লা জানয়ারী বই উৎসবের দিন সকল শিক্ষার্থীকে বিনামূল্যের নতুন বই প্রদান করা হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব রায়হান বলেন, বর্তমান সরকারের একটি বড় অর্জন শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনা মূল্যের বই প্রদান। নিয়মমাফিক উপজেলা পরিষদে বই আসছে এবং তা পর্যায়ক্রমে স্কুল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হচ্ছে। সরকার ঘোষিত ১লা জানুযারী বই উৎসবে একযোগে যাতে সকল শিক্ষার্থী বই নিতে পারে সেজন্য এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test