E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

২০১৯ ডিসেম্বর ০২ ১৬:০৮:০৭
আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অশান্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তির সু-বাতাস ছড়ানোর ২২তম বর্ষ পালন উপলক্ষে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রনেতা, তৎকালীন চিফ হুইফ, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহ্বায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নিজ এলকা বরিশালের আগৈলঝাড়ায় ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণে সোমবার সকাল দশটায় উপজেলা শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় দলের গ্রহন করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের ঐতিহাসিক দিকসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

শোভাযাত্রায় বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা, ইউনিয়ন ও তৃণমুল আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সরকারের মধ্যে পার্বত্য চট্রগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধে একটি চুক্তি হয়। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে বেশি খ্যাতি পেয়েছে।

তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সাবেক চীপ হুইপ বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test