E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

২০১৯ ডিসেম্বর ০২ ১৭:৩১:৩০
সাপাহারে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে স্বামীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে গলায় ফাঁস লাগিয়ে খাদিজা আকতার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 

রবিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূ খাদিজা ওই মোড়ের জাহাঙ্গীর হোসেনের ছেলে মহব্বত আলীর স্ত্রী। ঘটনায় স্বামী মহব্বত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর পূর্বে মহব্বত আলী উপজেলার তুলশিপাড়া গ্রামে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে ঘরসংসার করে আসছিল। এরই মধ্যে মহব্বত আলী প্রায় দেড় বছর পূর্বে আবার পত্নীতলা উপজেলার দিবর মোড়ে খাদিজা নামে অপর এক মেয়েকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। এর পর হতে শুরু হয় তাদের সংসারে অশান্তি। এক পার্যায়ে ২য় স্ত্রী খাদিজাকে স্বামী ও শাশুড়ী মিলে নির্মমভাবে নির্যাতন করলে খাদিজা বাবার বাড়ি গিয়ে স্বামী মহব্বত আলীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে।

এরপর পুলিশ মহব্বতকে গ্রেফতার করে কোর্টে চালান করে। দীর্ঘ কয়েক মাস ধরে মহব্বত আলী হাজতে থাকলে অনুমান দেড়মাস পূর্বে খাদিজা কোর্টে তার দায়ের করা মামলা ছোলেনামা করে স্বামী মহব্বত আলীকে কোর্ট থেকে ছাড়িয়ে এনে পুনরায় ঘর সংসার করতে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে স্বামী তার স্ত্রী খাদিজাকে চরমভাবে মানষিক নির্যাতন করে বাড়ি থেকে বেরিয়ে রাত্রি যাপন করতে বড় স্ত্রীর বাবার বাড়ি চলে যায়।

এরপর খাদিজা সন্ধ্যায় কোন কিছু না খেয়ে তার শয়ন ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। দীর্ঘ সময় পুত্র বধুর কোন সাড়া শব্দ না পেয়ে তার শশুর ও শাশুড়ী দরজা খোলার জন্য বৌমাকে ডাকতে থাকলে ঘর হতে কোন সাড়া শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। এর পর রাতেই তারা স্থানীয় সাপাহার থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফেনের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাদিজাকে উদ্ধার করে এবং রাতেই লাশ উদ্ধারসহ বড় স্ত্রীর বাবার বাড়ি হতে তার স্বামী মহব্বত আলীকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকর করে বলেন, স্বামীর প্ররোচনায় স্ত্রীর মৃত্যু হওয়ায় ৩০৬ধারায় একটি মামলা দায়ের করে স্ত্রী খাদিজার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতার মর্গে পাঠানো হয়েছে এবং স্বামী মহব্বত আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

(বিএম/এসপি/ডিসেম্বর ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test