E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ২৮০০ বৃক্ষ নিধনের বিরুদ্ধে মানববন্ধন

২০১৯ ডিসেম্বর ০২ ১৭:৪০:৫৬
দিনাজপুরে ২৮০০ বৃক্ষ নিধনের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : পরিবেশের ভারসাম্য ও জীব-বৈচিত্র বাঁচাতে বৃক্ষ রক্ষায় দিনাজপুরে মানববন্ধন করেছে, এলাকাবাসী। সেই সাথে বৃক্ষ নিধনকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী উঠেছে ওই মানববন্ধনে। 

সরকারের অনুমতি ছাড়াই খাস জমিতে রোপন করা ২ হাজার ৮’শ গাছ কাটার অভিযোগে উঠেছে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে। তার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন।

নিমাইখাড়ি গ্রামে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানবন্ধনে আবাল-বৃদ্ধ,বণিতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী, আস্করপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার ফরিদা ইয়াসমিন, ৮নং ওয়ার্ড মেম্বার ফারজিনা, নিমাইখাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য উম্মেথানা লিপি, নুরে জান্নাতসহ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০/ ১২ বছর পূর্বে নিমাইখাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা আস্করপুর ইউনিয়নের দেবীপুর থেকে নালাহার গ্রামের সীমানা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের বাঁধের উভয় পার্শ্বের জমিতে ইউক্যালিপটাস, শিশু, বট, লম্বুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। গত ৩ বছর পূর্বে সেই গাছ থেকে ২ হাজার ৫০০টি গাছ কর্তন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং নিমাইখাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বর্তমান সভাপতি সৈয়দ আলী ৩শ গাছ মিলে মোট ২ হাজার ৮শ’টি গাছ কর্তন করে আত্মসাত করেন। গাছগুলোর বর্তমান আনুমানিক বাজার প্রায় ১৪ লক্ষ টাকা। গাছ কেটে বিক্রির কোন টাকা সরকারী বা উপকারভোগীদের দেয়া হয়নি।

এ ব্যাপারে নিমাইখাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও এলাকাবাসী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বর্তমান সভাপতি সৈয়দ আলীর বিরুদ্ধে পৃথক ২টি অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানববন্ধনে সমবায় সমিতির সদস্যরা ও এলাকাবাসীরা অবিলম্বে তদন্তপূর্বক জড়িতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test