E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরামের মানববন্ধন

২০১৯ ডিসেম্বর ০৩ ১৭:১৯:১৯
নওগাঁয় বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরামের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ পর্যলোচনা ও সুপারিশে বেসরকারী কলেজ  অনার্স-মাষ্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অর্ন্তভূক্ত করার মানবিক দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলা অনার্স মাষ্টার্স শিক্ষক ফোরাম। 

ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরাম নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক সারোয়ার জাহান, কে এম এমরান হোসেন, আউয়াল আহম্মেদ প্রমুখ।

এ মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে তারা শিক্ষা মন্ত্রী বরাবরে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test