E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধামইরহাটে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২

২০১৯ ডিসেম্বর ০৩ ১৭:২৩:৩১
ধামইরহাটে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিবাদমান জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে দুই জন। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩জনকে গ্রেফতার করে। 

থানায় এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত লক্ষণপাড়া গ্রামের ১৩৬২ দাগের পুকুরপাড় বন্টন নিয়ে মোকলেছার ও মৃত রফিকুল ইসলামের মাঝে বিরোধ সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী কমল, ধামইরহাট পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুইজন সার্ভেয়ারের মাধ্যমে উভয় পক্ষের মাঝে বিবাদমান জমি ভাগ করে দেয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত না মেনে সোমবার সকালে ওই জমি নিজের দাবী করে মৃত রফিকুল ইসলামের স্ত্রী তহসিনা বেগম লোকজন নিয়ে বিবাদমান জমিতে ঘর নির্মাণ করতে যায়।

এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে লক্ষণপাড়া গ্রামের মো.আজিজার রহমানের স্ত্রী কুমকুম নাহার (৩৫) এবং মৃত তাইজান আলীর ছেলে আব্বাস আলী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে মোকলেছুর রহমানের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় ২৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, লক্ষণপাড়া গ্রামের মাহানুর আলম (৪০), রমজান আলী (৫২) ও বাচ্চু মিয়া (৪২)।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test