E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

২০১৯ ডিসেম্বর ০৩ ১৭:৩৬:৪৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় বায়জিদ শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহত বায়জিদ শেখ কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া গ্রামের বাদশা শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, বেলা বারোটার দিকে শিশু বায়জিদকে সাথে নিয়ে তার মা নানা বাড়ি বেড়িয়ে কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় অটোরিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এসময় ছেলে বায়জিদ মার হাত ছেড়ে একা দৌড়ে মহাসড়ক পার হতে গেলে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে চলে যায়। এতে ঘটনাস্থলেই বায়জিদ মারা যায়। পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test