E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেই চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

২০১৯ ডিসেম্বর ০৩ ১৮:১৫:৩৬
সেই চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার পক্ষের লোকজন অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস তালুকদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মথিকুল রহমান ফরিদ, আনোয়ার হোসেন বাদল, বাছেদ মিয়া, মাহমুদুর রহমান খান বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ, রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ।

তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রতিবাদকারী।

উল্লেখ, টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া তার কোমর ও পায়ের জয়েন্টের হাড় ফেঁটে যাওয়ায় গত ১৭ নভেম্বর চিকিৎসা নিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। ২১ নভেম্বর সকালে হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: শহীদুল্লাহ কায়সার ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন। ফাইলে থাকা ‘মুক্তিযোদ্ধা সনদ’ দেখে ক্ষিপ্ত হয়ে ডাক্তার বলেন, ‘এই সনদ কী রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে?’- এ কথা বলেই তিনি সনদটি ছিঁড়ে ফেলেন। তবে শহীদুল্লাহ্ কায়ছার মুক্তিযোদ্ধার সনদ ছিড়ে ফেলার বিষয়টি অস্বীকার করেছেন। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘঠন করে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবী করেন। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পায়।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test