E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

২০১৯ ডিসেম্বর ০৫ ১৮:১৬:২৬
মহাদেবপুরে নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুরে নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের মান খারাপ এবং নির্মাণ কাজেও করা হচ্ছে ব্যাপক অনিয়ম, এমন অভিযোগ এলাকাবাসীর। নিয়ম অনুযায়ী কার্যস্থলে নির্মাণ কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড দৃশ্যমান থাকার কথা থাকলেও তা টানানো হয়নি। ফলে এই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার সরস্বতীপুরে “মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপের” দানকৃত ১ একর ২৭ শতাংশ জমিতে ২০১৭-২০১৮ অর্থ বছরে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার মেট্রিক টন খাদ্য শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন একটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। ঝিনাইদহের মেসার্স লিটন ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ গুদাম নির্মাণের কার্যাদেশ পায়।

২০১৭ সালের ৩ ডিসেম্বর নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজের মেয়াদ চলতি ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৬০ ভাগ।

সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের ইট, পাথর ও জংধরা রড (মরচে পড়া) দিয়ে নির্মাণ কাজ চলছে। খাদ্য গুদামের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে তিন নম্বর ও নম্বরবিহীন ইট। পা দিয়ে একটু জোরে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। রাস্তায় ব্যবহৃত সেই ইট চুলার মাটির চেয়েও নরম। নিম্নমান ও নম্বরবিহীন এসব ইট ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ করছেন। নির্মাণ কাজ তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগের কোন কর্মকর্তা-প্রকৌশলীকে সেখানে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিডিউলে উন্নতমানের ইট, পাথর ও রড দিয়ে কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সিন্ডিকেট করে নিম্নমানের ইট, পাথর, সমদূরত্বে রড না দেয়া এবং পরিমাণে কম সিমেন্ট ব্যবহার করে নামমাত্র নির্মাণ কাজ করছে। কাজে অনিয়ম হলেও যেন দেখার কেউ নেই। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত করে সিডিউল অনুসারে উপকরণ দিয়ে যেন খাদ্য গুদাম ও অভ্যন্তরীণ রাস্তার কাজ হয়। এ ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারীর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘গুদামে যখন যে কাজগুলো হয়, আমাদের জানালে আমি অথবা আমার প্রতিনিধি সেখানে উপস্থিত থাকে। নি¤œমানের ইট ব্যবহারের কতা শুনেছি। ইটগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। আজকের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান সব ইট সরিয়ে নিবে।’

(বিএম/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test