Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস পালিত 

২০১৯ ডিসেম্বর ০৬ ১৬:৫৩:৪৬
সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস পালিত 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের দলীয় পতাকা উত্তোলন, গণ কবরে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুক্রবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর থেকে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,যুব কমান্ড,আওয়ামী লীগ ও সুশীল সমাজ এর অংশ গ্রহণে র‌্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা চত্তরে মিলিত হয়।

সেখানে অনুষ্ঠিত এক আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আর. এম. সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, অফিসার ইনচার্জ মনির-উল-গিয়াস, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা আ: গফ্ফার,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ,মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test