E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া জাহাজের প্রতারণা

২০১৪ আগস্ট ০৫ ১৭:১১:০৬
পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া জাহাজের প্রতারণা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিনগামী এলসিটি কুতুবদিয়া জাহাজ কৃর্তপক্ষের বিরুদ্ধে পর্যটকদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে।  এর প্রতিবাদে  এলসিটি কুতুবদিয়া জাহাজকে বয়কট ঘোষণা করেছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন (টুয়াক, বাংলাদেশ)।

টুয়াক সূত্র জানিয়েছে, বৈরিপূর্ন আবহাওয়ার তথ্য গোপন রেখে ৩ আগষ্ট সকালে সেন্টমার্টিন ভ্রমনের জন্য টিকেট বিক্রি করে পর্যটক নিয়ে এল.সি.টি কতুবদিয়া জাহাজটি টেকনাফ হতে সেন্টমার্টিন এর উদ্যেশ্যে যাত্রা করে। পথিমধ্যে যাত্রাকালে কিছুদুর অগ্রসর হওয়ার পর জাহাজটি ঝড়-বাতাসের কবলে পড়লে পর্যটক এবং ট্যুর অপারেটরদের প্রবল চাপের মুখে জাহাজ কর্তৃপক্ষ টেকনাফে ফেরত আসতে বাধ্য হয়। ওইদিন থেকে আজো পর্যন্ত ওই পথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে আটকে পড়ে প্রায়ই সাড়ে ৩ শতাধিক পর্যটক।
তৎমধ্যে সোমবার দুপুরে পাচঁটি ফিশিং ট্রলারে প্রায় দেড় শতাধিক পর্যটক কোস্টগার্ডের সহায়তায় টেকনাফ ফিরে আসে। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় অপরাপর প্রায় দু’শতাধিক পর্যটকদের টেকনাফ ফিরতে সম্মতি দেয়নি কোস্টগার্ড।
সেন্টমার্টিন কোস্টগার্ড কন্টিনজেন কমান্ডার লে. লুৎফর রহমান জানান, আটকা পড়াদের মধ্যে ১২০ জন মতো পর্যটক সোমবার দুপুরে কোস্টগার্ডের তত্বাবধানে ৫টি ট্রলারে শাহপরীরদ্বীপ হয়ে টেকনাফে ফিরে আসে। এখনও দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিন থেকে ফিরে আসতে পারেনি। তারা সেন্টমার্টিনে হোটেলে যার যার অবস্থানে রয়েছে। সাগর এখন অত্যধিক উত্তাল তবে কিছুটা শান্ত হলে সেন্টমার্টিনে থাকা অবশিষ্ট পর্যটকদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
টুয়াকের সাধারণ সম্পাদক আসাদ-উদ-দৌল্লাহ্ আশেক জানিয়েছেন, বৈরিপূর্ণ আবহাওয়ার কারণে কিছুদুর অগ্রসর হওয়ার পর জাহাজটি ঝড় বাতাসের কবলে পড়লে যাত্রী সাধারণ এবং ট্যুর অপারেটরদের প্রবল চাপের মুখে জাহাজ কর্তৃপক্ষ টেকনাফে ফেরত আসতে বাধ্য হয়। এসময় পযর্টকরা জাহাজের টিকটের টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ কক্সবাজারে ট্যুর অপারেটর এবং জাহাজ এর কক্সবাজার অফিস হইতে টাকা ফেরত নিতে বলে। পর্যটকরা জাহাজ কর্তৃপক্ষের ঘোষনা মত কক্সবাজারে অবস্থিত ট্যুর অপারেটর এর অফিসে টাকা ফেরত নিতে আসলে ট্যুর অপারেটররা জাহাজ কর্তৃপক্ষ কর্তৃক জাহাজে দেওয়া টাকা ফেরতের ঘোষনা অনুসারে টাকা দাবীকারী পর্যটকদের টিকেটের টাকা, কাউকে কাউকে পূর্ন প্যাকেজের টাকা ফেরত দেয়। ট্যুর অপারেটর কর্তৃক পর্যটকদের দাবীকৃত টাকা ফেরত দেওয়ার পর জাহাজ কর্তৃপক্ষের কাছ হতে টিকেটের টাকার জন্য যোগাযোগ করলে জাহাজ কর্র্তৃপক্ষ অসৌজন্য মুলক আচরণ করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন। যার ফলশ্রুতিতে ট্যুর অপারেটররা ছয় লাখ টাকার লোকসান গুনে এর পাশাপাশি পর্যটকগণ কর্তৃক নাজেহাল হন। এরই পরিপেক্ষিতে কক্স্রবাজারে পর্যটক সেবাদানকারী একমাত্র সংগঠন টুয়াক পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করাসহ ট্যুর অপারেটরদের সমুদয় ক্ষতি আদায়ের লক্ষ্যে টুয়াকের জরুরী সাধারণ সভার মাধ্যমে এল. সি. টি কুতুবদিয়া জাহাজ বয়কট ঘোষনা করেন।
এল.সি.টি কুতবদিয়া জাহাজের কক্সবাজার অফিসের ব্যবস্থাপক নাসির উদ্দিন দূর্যোগপূর্ণ আবহাওয়ার খবর না জেনে জাহাজ নিয়ে সেন্টমার্টিনে গমনের ভুল স্বীকার করে জানিয়েছেন, তারা পর্যটকদের কিছু টাকা ফেরত দিতে চেয়েছিল কিন্তু পর্যটকরা টিকেটের অর্ধেক টাকা চাওয়ার কারণে ফেরত দেওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন জানিয়েছেন, আবহাওয়ার খবর না জেনে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রার কারণে এল.সি.টি কুতুবদিয়া জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পাশাপাশি টাকা ফেরত দেওয়ার বিষয়টি জাহাজ কর্তৃপক্ষের নিজস্ব। তারপরও বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
(টিটি/এএস/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test