E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত

২০১৯ ডিসেম্বর ০৮ ১৮:৪০:৫৬
গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : রবিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল ও মুক্তিযোদ্ধাদের কবরাস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে এ র‌্যালিটি বের হয়ে পৌর শহর পদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র, ছাত্রলীগ নেতা শেখ মুকতাদির শাহীন, আল হোসাইন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আলী আশরাফ আবিরসহ মুক্তিযোদ্ধার সন্তানসহ স্থানীয় লোকজন।

(এস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test