E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় শিক্ষক সমিতির সম্মেলন

২০১৪ আগস্ট ০৫ ১৭:২০:২৯
কুষ্টিয়ায় শিক্ষক সমিতির সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি : চাকরী জাতীয়করণ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণ ও শিক্ষকদের হয়রানী-নির্যাতন বন্ধের দাবিকে সামনে নিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূইঁয়া।
বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন ও বাংলাদেশ অধ্যক্ষ সমিতির আহবায়ক অধ্যক্ষ সামছুল হক। সম্মেলন থেকে বিনা প্রতিদদ্বীতায় সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক পুনরায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও অধ্যক্ষ সেলিম ভূইঁয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন।
(কেকে/এএস/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test