E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

২০১৯ ডিসেম্বর ০৯ ১৬:২০:৪৮
নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।

এ সময় শিক্ষা ও চাকুরী, অর্থনৈতিক, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন, সমাজ উন্নয়নে অবদানসহ কয়টি ক্যাটাগড়িতে উপজেলার ৫জন জয়িতাকে বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু তাদের সম্মাননার ক্রেষ্ট তুলে দেন।

(আরএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test