E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধ হলো একটি মহাকাব্য’

২০১৯ ডিসেম্বর ০৯ ১৭:১৬:১১
‘মুক্তিযুদ্ধ হলো একটি মহাকাব্য’

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন মুক্তিযুদ্ধ হলো একটি মহাকাব্য। এর কাহিনী বলে বা পড়ে শেষ করা যাবে না। এর যত ভিতরে ঢোকা যাবে ততই এর সম্পর্কে জানতে ইচ্ছে করবে। 

আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।

তিনি এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে এর গল্প শুনতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বুকে ধারন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানে বদ্ধ পরিকর হতে হবে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্নের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

পরে উপজেলা প্রশাসন উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.শামসুল হক, রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা, কোম্পানি কমান্ডার জয়নাল আবেদিন, হাই কমান্ড শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক কমন্ডার মো. সুজায়েত হোসেন, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ প্রমুখ।

এ সময় উপজেলার ১২ টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্বাধীনতার পর এই প্রথম নাগরপুর হানাদার মুক্ত দিবস পালিত হলো।

(আরএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test