E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

জাতিসংঘের যৌথ মিশনের সদস্যরা বুধবার সুন্দরবন পরিদর্শন শুরু করবে

২০১৯ ডিসেম্বর ১০ ১৮:১৬:১১
জাতিসংঘের যৌথ মিশনের সদস্যরা বুধবার সুন্দরবন পরিদর্শন শুরু করবে

বাগেরহাট প্রতিনিধি : জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্য বুধবার দুপুর থেকে শুরু করবে সুন্দরবন পরিদর্শন। যৌথ মিশনের সদস্যরা দুপুরে বাগেরহাটের মোংলা থেকে নৌযানে করে সুন্দরবন পরির্দশন শুরু করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের একটি যৌথ মিশনের পরিবেশবিদরা ৪ দিন সুন্দরবনে অবস্থান করে পরিবেশগত হুমকির মুখে থাকা ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য-উপাথ্য সংগ্রহ করবেন।

জাতিসংঘের এই মিশনে রয়েছেন, ইউনেস্কোর নয়াদিল্লী অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হ্যারিটেজ সেন্টারের মিজ অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট। এই যৌথ মিশনের সদস্যরা ৯ ডিসেম্বর এসে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। বন অধিদপ্তরসহ একাধিক দায়িত্বশীল সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের এই যৌথ মিশনটি সুন্দরবন পরিদর্শনের পাশাপাশি ম্যানগ্রেভ বনের আশপাশে অবস্থিত শিল্প প্রকল্প বিশেষ করে বাগেরহাটের রামপাল, বরগুনার তালতলী ও পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিতব্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ছাড়াও আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলা পশুর চ্যানেল বা অন্যান্য নদী খননের ফলে সুন্দরবনের প্রান-প্রকৃতির উপর প্রতিবেশগত যে বিরূপ প্রভাব পড়বে তা পর্যালোচনা ও মূল্যায়ন করবে। এই যৌথ মিশনের দেয়া তথ্য-উপাথ্যেও উপর ভিত্তি করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ কমিটি সুন্দরবনের প্রান-প্রকৃতির উপর প্রতিবেশগত হুমকি বিষয়ে বিস্তারিত রির্পোট প্রকাশ করবে।

(এসএকে/এসপি/ডিসেম্বর ১০, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test