E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

২০১৯ ডিসেম্বর ১৪ ১৭:৫০:৪৪
গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াৎ হোসেন, সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিকসম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুনু, মহিলা আওয়ামীলীগ নেত্রী রওনক জাহান, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা তাঁতীলীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিগেন, জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি কাজী বজলুর রহমান সিজান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, ফরহাদ আলী ও শাকিব খান লেবু।

অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াৎ হোসেন, সমাজেসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু, কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু প্রমুখ।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test