E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বিজয় দিবস পালিত

২০১৯ ডিসেম্বর ১৬ ১৫:০২:২৭
ধামরাইয়ে বিজয় দিবস পালিত

ধামরাই প্রতিনধি : বিজয় দিবস পালন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহন করে । বিজয় দিবসের সকালে উপজেলা চত্ত্বরে বিজয় স্তম্ভে ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের নের্তৃত্বে বিজয় স্তম্ভে পূস্পস্তবক অর্পণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদুত সোহরাব হোসেন,আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডঃ মোহাম্মদ আলী।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক,উপজেলা সহকারী কমিশনা (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদারসহ অন্যান্য সরকারী বেসরকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজয় দিবসের রাত বারটা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয়।১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিসৌধে পূস্প মাল্য অর্পণ। এরপর সকাল নটায় ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযেদ্ধাদের সমবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র- ছাত্রী, বাংলাদেশ স্কাউট,গার্লস গাইডের সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত জাতির পিতার স্ব পরিবারের হত্যার দৃশ্য প্রর্দশন করা হয় ডিসপ্লে প্রর্দশনের মাধ্যমে করা হয়।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে বারটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।দুপুর দুইটায় হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেল সাড়ে চারটায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সংগঠনের শিল্পীদের সাথে জাতীয় পর্য়ায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test