E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুরমায় নৌকা ডুবিতে ৫ যাত্রী নিখোঁজ

২০১৪ আগস্ট ০৬ ১০:১০:২৪
সুরমায় নৌকা ডুবিতে ৫ যাত্রী নিখোঁজ

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে ৫ জন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিরঘাট এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বাঘা ইউনিয়নের সুরমা নদীতে খেয়া পারাপারের যাত্রীবাহী নৌকাটি উপজেলার স্বরসতী এলাকা থেকে ছেড়ে আসে। ঘটনাস্থল কান্দিরঘাট এলাকায় আসা মাত্র একটি মালবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে নদীগর্ভে তলিয়ে যায়।

এসময় নৌকার ১৫/১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ রয়েছেন।

নৌকার যাত্রী সেবুল মেম্বার জানান, নৌকায় ৪টি মোটরসাইকেলসহ ১৫/১৬ জন যাত্রী ছিলেন। ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে তিনিসহ বেশ কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে সক্ষম হন। তীরে উঠে আসা অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মিটু মিয়া জানান, নৌকায় ১৫/১৬ জন যাত্রী ছিলেন। সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হননি। এ ঘটনায় ৫/৬ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তিনি।

নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

তবে, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী বলেন, নৌকাটিতে কোনো নারী-শিশু ছিলেন না। যে ১০/১২ জন পুরুষ ছিলেন তারা সবাই তীরে সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন।

নৌকায় কতজন যাত্রী ছিল তা বলতে না পারলেও কেউ নিখোঁজ হননি বলে দাবি করেন ওসি।

(ওএস/এইচআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test