E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাচারকালে বেনাপোলে কিশোরীসহ ৪ জন উদ্ধার

২০১৪ আগস্ট ০৬ ১০:৩২:২১
পাচারকালে বেনাপোলে কিশোরীসহ ৪ জন উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কিশোরীসহ ৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এসময় পাচারের অভিযোগে স্থানীয় দুই পাচারকারীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে সীমান্তের পুটখালী থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২৮), নড়াইলের কালিয়া উপজেলার রাজা শেখের মেয়ে আল্লাদী খাতুন (১৬), দোলালের ছেলে সোহেল রানা (১৭) ও তার স্ত্রী তানিয়া খাতুন (১৫)।

আসামিরা হলেন- বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের শাহাজানের ছেলে জাকির হোসেন (২৭) ও ইউছুপের ছেলে আকতার হোসেন (২৮)।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হচ্ছিল এ সময় দুই কিশোরীসহ ৪ জনকে উদ্ধার করে পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। পাচারের অভিযোগে দুই পাচারকারীর নামে বিজিবি সদস্যরা বাদী হয়ে মামলা করেছেন। বর্তমানে আসামিরা পলাতক।

বুধবার দুপুরে উদ্ধারকৃতদের যশোর আদালতে পাঠানো হবে।

(ওএস/এইচআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test