E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাদক একটি সামাজিক ব্যধি, সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে’        

২০১৯ ডিসেম্বর ২০ ১৮:৩৭:৫৯
‘মাদক একটি সামাজিক ব্যধি, সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে’        

নওগাঁ প্রতিনিধি : সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেছেন, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ধ্বংস করতে যা কিছু করা দরকার আমরা তা করবো। এটি মাদক ব্যবসায়ীদের জন্য অশনিসংকেত। দেশকে আমরা মাদকমুক্ত করবোই। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর জীবনে প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসীরা একবার মরে। 

তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তানরা কার সঙ্গে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে।

শুক্রবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে মাদক বিরোধী এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বদলগাছী বাজার বনিক সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা।

এসময় নওগাঁ মিডিয়া ফোরামের সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির, বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, সহযুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

(বিএম/এসপি/ডিসেম্বর ২০, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test