E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আঞ্চলিক মহাসড়কে ধানের হাট!

২০১৯ ডিসেম্বর ২২ ১৭:৩১:৩৬
আঞ্চলিক মহাসড়কে ধানের হাট!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আঞ্চলিক মহাসড়কের ওপর নিয়মিত ধানের হাট বসানোর ফলে যানজটসহ জনদূর্ভোগ সৃষ্টি হলেও প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। উপজেলা প্রশাসনের ১নং গেট থেকে বকচত্বর পর্যন্ত এবং বরেন্দ্র মোড় থেকে ব্র্যাক মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ওপর স্থানীয় চালকল মালিক ও ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে হাট বসিয়ে ধান কেনা বেচা করে আসলেও নজর নাই কারো। এ আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা এবং উপজেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। 

স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ সহযোগিতায় এ আঞ্চলিক মহাসড়কের ওপর ওইসব চালকল মালিক এবং ধান ব্যবসায়ীরা উপজেলা সদরের শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটবারের দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসিয়ে ধান কেনা বেচা করছে। একই সঙ্গে এসব ধান আনা-নেয়াসহ লোড আন-লোডের জন্য ট্রাক এবং লছিমন করিমনসহ অন্যান্য ক্ষুদ্র যানবাহন এ মহাসড়কের ওপর ঘন্টার পর ঘন্টা পার্কিং করে রেখে যানজটসহ জনদূর্ভোগ সৃষ্টি করছে। কিন্তু সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে।

আঞ্চলিক এ মহাসড়কে হাটবারের দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন যানবাহনসহ রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ী প্রায় সময় যানজটের কবলে পড়ে থাকে। একই সাথে যানজটের কারনে এ সড়ক দিয়ে পথচারী ও মটরসাইকেল আরোহীদের চলাচলেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

(বিএম/এসপি/ডিসেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test