E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচ বছর নিখোঁজ খায়রুলকে স্বজনদের হাতে তুলে দিল পুলিশ

২০১৯ ডিসেম্বর ২২ ১৮:২০:৪৯
পাঁচ বছর নিখোঁজ খায়রুলকে স্বজনদের হাতে তুলে দিল পুলিশ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : পাঁচ বছর ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন খায়রুল ইসলামকে (৪৫) অনুসন্ধান চালিয়ে বের করে তার স্বজনদের হাতে তুলে দেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। রোববার বিকেলে খায়রুল ইসলামের ভাতিজা মোঃ রাসেল আকন্দের হাতে তাকে তুলে দেয়া হয়। ৫ বছর ধরে নিখোঁজ চাচা খায়রুলকে পেয়ে খুব খুশি রাসেল। তিনি তার চাচাকে খোঁজে বের করে তাদের হাতে তুলে দেয়ার জন্য কেন্দুয়া থানার ওসি সহ পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

খায়রুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানাধীন কন্যামন্ডল গ্রামের মৃত আসমত আলীর ছেলে। ৬ ভাই ও ৩ বোনের মধ্যে তিনিই ছোট। রাসেল আকন্দ জানান, ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন খায়রুল। তবে এতদিন বাড়ির আশে পাশের গ্রামের এ বাড়ী ও বাড়ী থাকলেও ৫ বছর ধরে একেবারেই নিখোঁজ আছেন তিনি। তাকে অনেক খোঁজা খোঁজি করেও পাচ্ছিলেন না স্বজনরা।

রবিবার সকালে কেন্দুয়া থানার ওসির নির্দেশে পুলিশের সদস্য আবু ছালেক তাদেরকে মোবাইল ফোনে খায়রুলের সন্ধান দিয়ে কেন্দুয়া থানা থেকে তাকে নেয়ার জন্য খবর পাঠায়। ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের ইউপি মেম্বার তারা মিয়ার বাড়িতে খায়রুলের সন্ধান পান তিনি। সেখানেই কয়েক মাস ধরে খায়রুলের ভরন পোষন করে আসছিলেন তারা। সেখান থেকে উদ্ধার করে রোববার সকালে তার চুল কেটে ও সাবান দিয়ে গোসলের পর নতুন কাপড় পড়িয়ে তাকে চিকিৎসার জন্য রাসেল আকন্দের হাতে তুলে দেয়া হয়।

(এসবি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test