E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্ধ্যা হলেই কম্বল নিয়ে শীতার্তদের দ্বারে দ্বারে মির্জাগঞ্জের ইউএনও

২০১৯ ডিসেম্বর ২৩ ১৬:৫৩:১৭
সন্ধ্যা হলেই কম্বল নিয়ে শীতার্তদের দ্বারে দ্বারে মির্জাগঞ্জের ইউএনও

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : সন্ধ্যা হলেই পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র তুলে দেন ইউএনও মোঃ সরোয়ার হোসেন। তীব্র শীতকে উপেক্ষা করে রবিবার গভীর রাতে উপজেলার সুবিদখালী, রানীপুর, কাকড়াবুনিয়া আবাসনে বসবাসরত প্রতিটি ছিন্নমূল ও শীতার্ত মানুষের শরীরে নিজেই কম্বল মুড়িয়ে দিয়েছেন তিনি। হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হলে অসহায় মানুষদের কথা চিন্তা করে কম্বল নিয়ে তিনি বেরিয়ে পড়েন। কম্বল পেয়ে অসহায় ও শীতার্ত মানুষগুলোও খুশিতে উল্লাসিত  হয়ে উঠে। 

উপজেলার নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর মাধ্যমে মির্জাগঞ্জে হতদরিদ্রের মানুষের জন্য কম্বল বরাদ্ধ এসেছে তা বিতরণ কার্যক্রম চালাচ্ছি এবং হতদরিদ্রদের গায়ে একটি কম্বল মুড়িয়ে দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। মানুষ হিসেবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। যার কারনে প্রচন্ড শীতে আমি ঘরে বসে থাকতে পারিনি। সন্ধ্যা হলেই নেমে পড়েছি কম্বল নিয়ে।

কম্বল বিতণনকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আল-আমিন হোসেন,সাংবাদিক মোঃ ফারুক খান,উত্তম গোলদার ও মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম প্রমূখ।

(ইউজি/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test