E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাবারের সাথে চেতনানাশক, ইউপি চেয়ারম্যানসহ অচেতন ৭

২০১৯ ডিসেম্বর ২৩ ১৭:৪১:৪৭
খাবারের সাথে চেতনানাশক, ইউপি চেয়ারম্যানসহ অচেতন ৭

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চেতনানাশক ঔষধ মিশ্রিত খাবার খেয়ে এক ইউপি চেয়ারম্যানসহ সাতজন অচেতন হওয়ায় তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুখ হোসাইনের বাড়িতে এঘটনা ঘটে।

অসুস্থরা হলেন, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন (৪৫), তার ২ মেয়ে তামান্না (১৮), তায়েমা (১০), স্ত্রী রুমা ফেরদাউস (৩৭), বড় ভাই আলমগীর হোসেন (৫৫) এবং দুই বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।

ফারুক হোসোইনের স্বজনরা জানান, রোববার রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ্য হয়ে পড়ে। এক পর্যায়ে সবার গোঙানির শব্দে পার্শ্ববর্তীরা দ্রুত ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান রাইসুল ইসলাম বলেন, খাদ্যে চেতনানাশক দ্রব্য মেশানোয় সবাই অচেতন হয়ে পড়ে। তবে, সবার অবস্থা আশঙ্কামুক্ত। ঘরের মালামাল লুট করার জন্য দুবৃত্তরা এঘটনা ঘটিয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test