E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় পাউবোর সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

২০১৯ ডিসেম্বর ২৩ ১৭:৪৪:১৭
মান্দায় পাউবোর সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। একটি খাল দখলমুক্ত করতে সোমবার সকাল থেকে মান্দা উপজেলার সতিহাট বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দার পাঁঠাকাটা থেকে সতিহাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল রয়েছে। এ খালের দু’ধার দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। খালটি দখলমুক্ত করতে সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। উচ্ছেদের প্রথমদিন সতিহাট এলাকায় ৪৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে পুরো খালটি দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানের সময় পাউবোর নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, মান্দার সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, মান্দা থানার উপপরির্দশক নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test