E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নদী দখল করে কোন উন্নয়ন হতে দেয়া হবে না’

২০১৯ ডিসেম্বর ২৩ ১৮:০২:০৪
‘নদী দখল করে কোন উন্নয়ন হতে দেয়া হবে না’

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী) : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চল জুড়ে উন্নয়ন শুরু হয়েছে। এ কারনে এখানে এখন বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে। কিন্তু সকল উন্নয়ন হতে হবে পরিকল্পিত,পরিবেশ ও জনবান্ধব। কিন্তু নদী দখল করে কোন উন্নয়ন হতে দেয়া হবে না। নদীর দুই পাড়ে কোন স্থাপনা থাকতে পারবে না। নদীর পাড়ের ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করতে হবে। সৃষ্টি করতে হবে নতুন বনাঞ্চল।

আজ সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নদী রক্ষা কমিটির এক সভায় প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কলাপাড়ার আন্ধারমানিক, সোনাতলা কিংবা খাপড়াভাঙ্গা নদী দখল করে ইটভাঁটা থাকতে পারবে না। নদীর পানির প্রবাহমান রাখতে প্রয়োজনে নদী খনন করতে হবে। নদীর পাশের প্লাবনভূমি আরও বাড়াতে হবে। একশ বছর আগে নদীর অবস্থান কোথায় ছিল তা চিহ্নিত করতে হবে। সিএস পর্চা অনুসারে নদী, খাল, জলাধার রক্ষা করতে হবে। প্রয়োজনে আজ, এই মুহুর্তে নদী-খাল দখল থেকে উদ্ধার করতে হবে। নদী-খাল-জলাধার জনগণের সম্পদ। জনগণ এর সুফল ভোগ করবে। কোন দখলদারের কারনে এ প্রাকৃতিক সম্পদ নষ্ট হতে দেয়া হবে। ঢাকাসহ সারাদেশের অনেক রাঘব বেয়ালের অবৈধ স্থাপনা নদীর তীর থেকে উচ্ছেদ করা হয়েছে। কলাপাড়ার সকল স্থাপনাও উচ্ছেদ করা হবে। এ সময় তিঁনি পানি উন্নয়ন বোর্ডেও সকল জমি উদ্ধারের নির্দেশ দেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু.ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, রিয়াজ তালুকদার প্রমুখ।

এর আগে চেয়ারম্যানসহ তার সফরসঙ্গীগণ কুয়াকাটা সৈকত, খাপড়াভাঙ্গা, সোনাতলা ও আন্ধারমানিক নদী পাড় পরিদর্শন করেন। এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার আইডব্লিউটিএর জমিতে তোলা স্থাপনা অপসারনের নির্দেশ দেন।

(এমকেআর/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test