E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াল নদীর দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন

২০১৯ ডিসেম্বর ২৩ ১৮:০৪:৪৩
বড়াল নদীর দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বড়াল নদীর দখলদারদের উচ্ছেদ, নদী দূষণকারীদের ও অবৈধ মাছ চাষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নদীতে ড্রেজার বালু উত্তোলন বন্ধ ও বড়ালের ক্যানেল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক অঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব এস এম মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ শামসুজ্জোহা, যুবলীগ নেতা সাজেদুর রহমান মাস্টার, কৃষকলীগ নেতা আঃ মান্নান মুন্নাফ, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, জাসদ নেতা সুজা উদ্দিন বিশ্বাস প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বড়ালের দখলের পাশাপাশি দূষণ চলছে অবিরাম গতিতে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মডেল মসজিদ নির্মাণের ঠিকাদার বড়াল নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে নির্মাণ কাজে ব্যবহার করছে। তারা কোন নিয়ম মানছে না। এতে নদীপাড়ের মানুষ ভাঙন আতংকে রয়েছে। তারা অবিলম্বে দখলদারদের উচ্ছেদ ও ড্রেজার মেশিন জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বড়াল রক্ষা আন্দোলন কমিটি ও ভুক্তভোগীরা স্মারকলিপি পেশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, দাবিসমূহের বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা

(এস/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test