E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাণীশংকৈলে আবারো চুরির ঘটনা বাড়ছে

২০১৯ ডিসেম্বর ২৪ ১৬:৪৬:৪৭
রাণীশংকৈলে আবারো চুরির ঘটনা বাড়ছে

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর শহর জুড়ে চুরির হওয়ার ঘটনা আবারো বাড়ছে। মাসখানেক ধরে চুরি হওয়ার ঘটনা তেমন শুনা না গেলেও। 

সম্প্রতি আবারো চুরি বেড়ে যাওয়ায় আতংকে রাত্রী যাপন করছে এলাকার মানুষ। সম্প্রতি সময়ের মধ্যে উপজেলা পৌরশহরের মধ্যে একাধিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৯ ডিসেম্বর রাতে পৌরশহরের বাশঁবাড়ী মাষ্টার পাড়া থানা ও উপজেলা পরিষদ সংলগ্ন অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মরহুম আব্দুল বাতেনের বাড়ী থেকে ৭ ভড়ি ৩ আনা স্বর্ণ যা আনুমানিক বর্তমান বাজার মুল্যে তিন লক্ষ ষাট হাজার টাকা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। এ ঘটনায় বাতেনের ছেলে আ ক ম রেজাউল করিম বিপ্লব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা করেন।

বিপ্লব জানান, ১৯ ডিসেম্বর মধ্যে রাতের কোন এক সময় আমাদের পরিবারের সকলকে অচেতন করে অভিনব পন্থায় ঘরের সিটকি খুলে এ চুরির ঘটনা ঘটায় চোরেরা।

এদিকে চলতি সপ্তাহের রবিবার দিবাগত রাতে ক্ষুদ্র বাশঁবাড়ী গ্রামের ফারুক হোসেনের বাড়ী থেকে একটি গরু চুরি হয়। সোমবার দিবাগত রাতে হাটগাঁও গ্রামের ইকবাল হোসেন ওরফে লেবুর বাড়ীর গরু ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

অপরদিকে সম্প্রতি হাটগাও,ক্ষুদ্রবাশবাড়ী গ্রামের উপর দিয়ে ডিজিটাল অপটিক্যাল ফাইবার ক্যাবল(ডিস লাইনের তার)সংযোগের তার দুই দফা চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঐ ডিস ক্যাবলের সত্বাধিকারী মোঃ সবুজ আলী বলেন, আমি এসব গ্রামে ডিস লাইনের তার দিয়ে মানুষের বাড়ীতে ডিসের সংযোগ দিয়ে সরকারের ডিজিটাল প্রযুক্তির সাথে গ্রামের মানুষদের সম্পৃক্ত করার একটি কাজ করছি। অথচ আমি কোন নিরাপত্তা পাচ্ছি না। দুই দফায় আমার প্রায় পাচঁশত মিটার ফাইবার ক্যাবল তার চুরি হয়ে গেছে যার আনুমানিক মুল্যে প্রায় দশহাজার টাকা।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নানের বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি তাতে সাড়া দেন নি।

উল্লেথ্য, ইতিমধ্যে বনগাঁও নেকমরদসহ বিভিন্ন গ্রামে অভিনব পন্থায় চুরি হওয়ার ঘটনা ঘটেছিলো। সে-সময় প্রশাসনের কঠিন নিরাপত্তা বলয়ের কারণে চুরির উপদ্রব কমলেও তা আবারো এখন বেড়ে যাচ্ছে।

(কেএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test