E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

২০১৯ ডিসেম্বর ২৪ ১৭:৪৩:৫৮
মাদারীপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ এমএ হাসান নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হাসান কালকিনি প্রেসক্লাবের সদস্য ও কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি মাদারীপুর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র দিয়ে কালকিনি প্রেসক্লাবের সদস্য হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে সাংবাদিক পরিচয়ে এমএ হাসান মাদক ব্যবসা করে আসছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসানকে ৪২পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কালকিনির একাধিক সাংবাদিক জানান, এমএ হাসান সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা করতেন। জেলার একজন সাংবাদিক তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অবৈধ কাজ করাতেন। ধারণা করা হচ্ছে তিনিও এই অবৈধকাজের ভাগ পেতেন। এমএ হাসানকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসছে।
এব্যাপারে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম দাবী করেন, এরকম সাংবাদিক কালকিনিতে আরো ১০০ আছে। এসময় তিনি এসব নিয়ে নিউজ না করার অনুরোধ করেন।

মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি আল মামুন মঙ্গলবার ঘটনার সত্যতা স্বীকা করে বলেন, ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। কালকিনি থানায় তার নামে মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test