E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোদলা-সান্দিড়া পারঘাটে ৪৮ বছরেও নির্মাণ হয়নি ব্রিজ, দুর্ভোগে ২৫ গ্রামের বাসিন্দা

২০১৯ ডিসেম্বর ২৪ ১৮:০৫:৪৮
বোদলা-সান্দিড়া পারঘাটে ৪৮ বছরেও নির্মাণ হয়নি ব্রিজ, দুর্ভোগে ২৫ গ্রামের বাসিন্দা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার বোদলা-সান্দিড়া খেয়াঘাটে দীর্ঘ ৪৮ বছরেও নির্মান হয়নি ব্রিজ। ফলে ওই এলাকার দু’পারের প্রায় ২৫ গ্রামের লাখো মানুষ ভাগ্য উন্নয়ন বঞ্চিত হয়ে পরেছে। এছাড়া একটি মাত্র ব্রিজের অভাবে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পারি দিয়ে সান্তাহার শহরে যাতায়াত করতে হচ্ছে। 

এলাকাবাসী জানান, ওই স্থানে ব্রিজ নির্মান হলে একদিকে যেমন মানুষ দুঃখ-দূর্দশা থেকে মুক্তি পাবে অন্য দিকে খুলে যাবে ব্যবসা বানিজ্যসহ ভাগ্য উন্নয়নের দ্বার।

জানা গেছে, রাণীনগর উপজেলার রাণীনগর-আবাদপুকুর মেইন রাস্তা থেকে বেলঘড়িয়ারার ভিতোর দিয়ে বোদলা থেকে রক্তদহ বিলের মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা-সান্তাহারের সাথে যুক্ত হয়েছে। ওই রাস্তা দিয়ে বোদলা, পালশা, বিলকৃষ্ণপুর, সরকাটিয়া, তেবারিয়াসহ বিল পারের ২৫/৩০ গ্রামের লাখো মানুষ চলাচল করে। কিন্তু রক্তদহ বিলের মধ্যে বোদলা-সান্দিড়া রাস্তার মাঝখানে খাল বয়ে যাওয়ায় দু’পারে ভাগ হয়ে গেছে।

ফলে পারঘাটে দু’পারের মানুষজন এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নৌকাতেই পারা-পার হতে হয়। এ সময় অনেকে আবার সময় বাঁচাতে নৌকার অপেক্ষা না করে জীবনের ঝুকি নিয়ে সাঁতার দিয়ে এই বিল পার হয়ে থাকে। খড়া মৌসুমে ওই স্থানে প্রায় হাটু পানি থাকে। ওই সময় নৌকা চলেনা। ফলে অনেকেই পানি ঝাপিয়ে পার হয়।

এছাড়াও বর্ষা মৌসুমে এলাকার লাখো মানুষ নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনের নানা চাহিদা মেটানোর জন্য নওগাঁ জেলা সদর, বগুড়ার সান্তাহার জংশন শহরসহ দেশের অন্যান্য শহরের সাথে একমাত্র যোগাযোগের রাস্তা বোদলা-সান্দিড়া খেয়াঘাট অতিক্রম করে। বর্ষা মৌসুম শরু হলেই ভুক্তভুগিদের মাঝে নেমে আসে দুর্ভোগ। এ অবস্থা থেকে রেহাই পেতে ভুক্তভুগিরা স্থানীয় এমপি ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোন ফল পাচ্ছেনা।

নির্বাচন এলেই এলাকার চেয়ারম্যান ও এমপি প্রার্থীরা উক্ত খেয়াঘাটে ব্রিজ করার প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছরেও ওই স্থানে ব্রীজ নির্মান হয়নি। রাস্তাঘাট ব্রীজ, কালভাটসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হলেও সান্দিরা-বোদলা খেয়া ঘাটে ব্রিজ না হওয়ায় দূর্ভোগের শিকার মানুষগুলোর ভাগ্যের পরিবর্তনও হচ্ছে না।

এ ব্যাপারে বোদলা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান ও ওই এলাকার ছামছুর রহমান, হাফিজুর রহমান, নায়েব আলীসহ আরো অনেকেই জানান, একটি ব্রিজের অভাবে এপারের মানুষ ওপারে যেতে চরম কষ্ট করে। এখানে শুধু একটি ব্রিজের কারণে দু’পারের মানুষের মাঝে আত্মীয়তার বন্ধনও তৈরী করতে চায় না। বোদলা-সান্দিড়া পারঘাটে ব্রিজ নির্মান হলে দু’পারের মানুষের মাঝে যেমন সেতু বন্ধন তৈরী হবে তেমনি খুলে যাবে ব্যবসা বানিজ্যসহ ভাগ্য উন্নয়নের দ্বার।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, ইতি মধ্যে বোদলা-সান্দিড়া পারঘাটে ব্রিজ নির্মাণের অনুমোদন হয়েছে অল্প দিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে কাজ শুরু করা হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test