E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত

২০১৯ ডিসেম্বর ২৫ ১৭:১৪:১২
গৌরীপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে  নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর শহরের চার্চগুলোকে বর্ণিল সাঁজে সাঁজানো হয়েছে। বাইবেল পাঠ, উপসানা সঙ্গীত, কেককাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।

বড়দিন উপলক্ষে রামগোপালপুরে লর্ড লাভ প্রেসভেটেরিয়া চার্চ মিশনে যিশু খ্র্রিস্টের জন্ম ও ধর্মীয় আলোচনায় প্রধান বয়ান দেন পাস্টার হিরা লাল দাশ। ধর্মীয় উপাসনা শেষে প্রতিবেশী ও বিভিন্ন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এ চার্চে প্রায় দেড়শ পরিবার একই সাথে বড়দিন উদযাপন করে।

উপজেলার খ্রিস্টীয়ান এসোসিয়েশনের আহ্বায়ক হিউবার্ড চক্রবর্তী বলেন, উপজেলা ও পৌর শহরের ৮টি চার্চে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করা হচ্ছে। বড়দিনকে ঘিরে চার্চে উপাসনার ব্যবস্থা করা, কেক কাটা, বাহারি পিঠা তৈরি, নানা ধরনের খাবার রান্না, ঘরের সাজসজ্জা পরিবর্তন, আত্মীয়র বাড়িতে উপহার পাঠানো ও বেড়ানো, আড্ডার বিষয়গুলো চিরায়ত।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে চার্চগুলোতো বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test