E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভূমিহীন মানুষের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

২০১৯ ডিসেম্বর ২৯ ১৭:০৩:২০
ভূমিহীন মানুষের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “ভূমিহীন অধিকার- মানবাধিকার” স্লোগানকে সামনে রেখে খাস জমি ও স্থানীয় পরিসেবা নিশ্চিত করণে ভূমিহীন মানুষের প্রবেশাধিকার বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবে জনসংগঠনের উপজেলা ভুমিহীন সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন(সিডিএ)এর সহযোগিতায় এ সভা হয়।

সভায় জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপ্রধান আবু তাহের এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সম্বন্বয় কারী জাহেদুল রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রচার সম্পাদক বিজয় রায় এছাড়া ভুমিহীন জনসংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক আবু বক্কর ভুমিহীন গীতা রানী ববিতা রাণী মকবুল হোসেন রমেশা সফিকুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন সিডিএ’র মহলবাড়ী ইউনিট ব্যবস্থাপক আহসান হাবিব।

এ সময় ভুমিহীন সদস্যরা বলেন, আমরা অসহায় মানুষ সরকারের অনেক খাসজমি পড়ে রয়েছে যা আমাদের বন্দোবস্ত দিতে পারে কিন্তু আমরা পাচ্ছি না। বর্তমান তীব্র শীতেও আমরা সরকারী কোন সুযোগ সুবিধা পাচ্ছি না বলে সভায় অভিযোগ করা হয়।

(কেএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test