E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজে তালা লাগিয়ে ফরম পূরণের দাবি ফেল করা শিক্ষার্থীদের

২০১৯ ডিসেম্বর ২৯ ১৭:৪৫:৩০
কলেজে তালা লাগিয়ে ফরম পূরণের দাবি ফেল করা শিক্ষার্থীদের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা ফরম ফিলাপের দাবিতে শনিবার ও রবিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে অধ্যক্ষের কক্ষে ও কলেজের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। এসময় তারা অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের  ফরম ফিরাপ করানোর জন্য চাপ সৃষ্টি করে। অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা কলেজ ত্যাগ করেন। 

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাইকোলা ডিগ্রী কলেজে গত নভেম্বর মাসে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫জন অকৃতকার্য হয়।

এরপর ফরম ফিলাপের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। অকৃতকার্য শিক্ষার্থী রবিন হোসেন, আসাদুল, সাগর হোসেনসহ অন্যরা অভিযোগ করেন অধ্যক্ষসহ অন্যরা গোপনে অকৃতকার্য ৫/৬ জনের ফরম ফিলাপ করালেও অন্যদের ফরম ফিলাপ করতে দেয়নি। এ জন্য তারা ফরম ফিলাপের দাবি জানান। তাতে কাজ না হওয়ায় তারা বিক্ষোভ প্রদর্শন করে তালা লাগিয়েছে। রবিবার থানা পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং তালা খুলে দেয়।

কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বললেন, অকৃতকার্য কাউকে ফরম ফিলাপ করানো হয়নি। ফরম ফিলাপের কোন সুযোগ নেই। অকৃতকার্যদের অভিযোগ ও দাবি সত্য নয়। তারা অন্যায় দাবিতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিক্ষকদের অপমান করেছে, তালা লাগিয়েছে। তারা অন্যায় কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের অভিযোগ দিতে বলা হয়েছে।। অভিযোগ পেলে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test