E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

২০১৯ ডিসেম্বর ৩০ ১৬:৪৮:৩৬
চাটমোহরে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকা কামালপুর গ্রামে সোমবার সকালে এ কে বি ব্রিকস নামের অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এই ইটভাটার কোন প্রকার অনুমোদন নেই, নেই পরিবেশ অধিদপ্তর কিংবা কৃষি বিভাগের ছাড়পত্র। দিনরাত অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটাটি ফসলী জমির মাঝখানে স্থান করা হয়েছে। কোন প্রকার নিয়মনীতি না মেনেই স্থাপন করা হয়েছে ইট ভাটা।

ধোঁয়ার কারণে গাছপালা মরে যাচ্ছে, পরিবেশও হচ্ছে বিপন্ন। ভ্রাম্যমান আদালত এ কে বি ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালিয়ে ভাটার অংশীদার ঈশ্বরদী উপজেলার দাদাপুর গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে খাইরুল ইসলাম ও চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের মহসিন আলীর ছেলে ইকবাল হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারা লংঘন করায় ১৪ ও ১৬ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।

এলাকাবাসী জানান, এই ইটভাটা শুরু থেকেই কাঠ পোড়াচ্ছে। এলাকার কতিপয় ব্যক্তির সহায়তায় ঈশ্বরদী থেকে এসে ফসলী জমির মাঝে এই ইটভাটা স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গতঃ চাটমোহরে ইটভাটার মালিকরা মানছে না ইট তৈরি ও ভাটা স্থাপন আইন। তারা নিজেদের ইচ্ছেমতো আবাসিক, কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করেছে। আর এসব ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে মূল্যবান বনজ ও ফলদ গাছ। ভাটার ধূলা, কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার সবুজ মাঠ, বনজ সম্পাদ ও ফলদ গাছ। এসকল ইটভাটার কোন প্রকার অনুমোদন নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা কৃষি বিভাগের প্রত্যায়নপত্র।

উপজেলার গুনাইগাছা, ধুলাউড়ি, চরসেনগ্রাম, হরিপুর, রেলবাজারের সিঙ্গা মাঠসহ অন্যান্য স্থানের ১০টি ইটভাটায় দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে। এদের কোন প্রকার লাইসেন্স নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম বললেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কোন ছাড় দেওয়ার সুযোগ নেই।

(এস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test