E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সদরের কয়েকটি বিলের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন  

২০১৯ ডিসেম্বর ৩১ ১৬:৫৩:৩২
সাতক্ষীরা সদরের কয়েকটি বিলের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন  

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রাকৃতিক কারণে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি মনুষ্য সৃষ্ট জলাবদ্ধতা শুধুমাত্র মানুষ নয়, সমগ্র প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ চার বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা, ডিঙেরালী, বাকডাঙি, চাতরা, বাবুলিয়া, নেবাখালিসহ বিভিন্ন বিলে অপরিকল্পিত মাছ চাষের কারণে জলাবদ্ধতা স্থায়ী রুপ ধারণ করেছে। 

জনপ্রতিনিধি থেকে প্রভাবশালীরা এসব ঘেরের মালিক হওয়ায় তাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে সাহস পায় না। এসব বিলের কয়েক হাজার একর জমি এখন এক ফসলী হয়ে গেলেও তাতে নামমাত্র ধান উৎপাদন হয়। ফলে কৃষকরা কাজ না পেয়ে অন্য জেলায় বা ইটভাটায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। অনতিবিলম্বে এ জলাবদ্ধতা দূর করা না গেলে অচিরেই এসব কৃষি জমি আবাদের অনুপযুক্ত হয়ে পড়বে।
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের বাগডাঙি তিন রাস্তার মোড়ে বাবুলিয়া সোব সংসদের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধন চলাকালে বাবুলিয়া সেবা সংসদের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল মালেক সোনা, বীর মুক্তিযোদ্ধা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালী, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, ডাঃ ইসরাইল হোসেন, নাজমুস শাহাদাৎ পলাশ, অধ্যাপক রজব আলী, শিক্ষক রমেশ ঘোষ প্রমুখ।

বক্তারা আলো বলেন, জলাবদ্ধতা দূরীকরণে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ কঠোর করতে হবে। বেতনা, কপোতাক্ষ, প্রাণসায়ের, খোলপেটুয়ার সঙ্গে সংযোগ খালগুলো কেটে নাব্যতা বৃদ্ধি না করতে পারলে আন্দোলন কোন কাজে আসবে না। প্রাণসায়ের খালের প্রকৃত নকশা অনুযায়ি তা প্রকাশ্যে এনে খনন কাজ সম্পন্ন করতে হবে। জলাবদ্ধতা দূরীকরণে জনগন, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে আন্তরিক হতে হবে। তবেই মানুষের দুর্ভোগ কমবে।

মানববন্ধন শুরু আগে বিভিন্ন বিলের জলাবদ্ধতার প্রকৃত অবস্থা ঘরে দেখেন সুশীল সমাজের নাগরিকরা।

(আরকে/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test