E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে স্কুলে স্কুলে বই উৎসব

২০২০ জানুয়ারি ০১ ১৭:৩৭:৪০
রাণীশংকৈলে স্কুলে স্কুলে বই উৎসব

খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল : এই মাই কাইল কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে নতুন কাপড় পড়ে রেডি হইস। মোহ রেডি হয়ে নে তোমার বাড়িত অসিম। তে দুজনে একসাথে সকাল সকাল স্কুলত যামো নতুন বই লেহে’নে বাড়ীত অসমো। এ অনুভতি ও আনন্দের কথা গুলো গত মঙ্গলবার উপজেলার রাতোর ইউনিয়নের দুই শিশু শিক্ষার্থীর সরল আলোচনার। পাশ দিয়েই এ প্রতিবেদক যাচ্ছিল। তাদের এ অনুভুতির কথা শুনে দাড়িয়ে কোন স্কুলে পড় প্রশ্ন করলে তারা বলে রাতোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বলেই অপরিচিত লোক দেখে তারা দৌড়িয়ে বাড়ীর দিকে চলে যায়।

এমন অনুভুতি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলে, প্রতি বছর এই দিনটি আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি। কারণ এদিন স্যার আপা বড় স্যাররাসহ উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানসহ অনেক বড় মাপের লোকেরা আমাদের বিদ্যালয়ে আসে বই দেওয়ার জন্য । এদিন তারা অনেক সন্দুর সন্দুর কথা বলে আমাদের খোজ খবর নেই। এছাড়াও এদিন আমরা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করি। এ কথা ও অনুভুতি গুলো ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌরশহরের প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের বই বিতরণের আগে ও পরের।

নতুন বছরের ১ জানুয়ারী বুধবার সারা দেশের ন্যায় রাণীশংকৈল উপজেলায় এক যোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন সাবেক সাংসদ ইয়াসিন আলী উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন উপজেলা শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার,সহকারী শিক্ষা অফিসার বেলাল উদ্দীন সাংবাদিক বিজয় রায়সহ ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য প্রমূখ।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,প্রাথমিকের সরকারী বিদ্যালয় ১৫৭টি বে-সরকারী ৩৫টি কিন্ডার গার্ডেন ৫০টি। এবং মাধ্যমিকে নিন্ম মাধ্যমিক ১৪টি মাধ্যমিক ৪৭টি বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ করা হয়েছে।

তবে প্রাথমিকের উপজেলা শিক্ষা অফিস কিন্ডার গার্ডেন গুলোতে বই দিলেও মাধ্যমিক শিক্ষা অফিস কোন কিন্ডার গার্ডেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই দেয়নি। মাধ্যমিক শিক্ষা অফিস বলছেন, আমাদের কর্তৃপক্ষের অনুমতি বিহীন কোন প্রাইভেট বিদ্যালয়গুলোতে আমরা বই দিতে পারি না। তাই দেওয়া হয়নি।

বই বিতরণ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, বিনামুল্যে বই বিতরণের জনক জননেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে স্বু- শিক্ষিত করার লক্ষে। সারা দেশে এক যোগে বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের বিনা মুল্যে বই দিয়ে পড়াশুনায় আগ্রহ বাড়ার জন্য। এমন উদ্যোগ নিয়ে সমগ্রহ দেশকে এক উৎসবে পরিণত করেছেন। যা আমরাসহ শিক্ষার্থীরাও উপভোগ করছি।

(এস/এসপি/জানুয়ারি ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test