E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাদকের বিরুদ্ধে সরাসরি এ্যাকশন’

২০২০ জানুয়ারি ০২ ১৭:৩৯:২৪
‘মাদকের বিরুদ্ধে সরাসরি এ্যাকশন’

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না বলেছেন সমাজে যদি কোন মাদক বিত্রেতা থাকে তবে আপনারা সবাই মিলে তাকে প্রতিহত করবেন এবং আমাদের কাছে জানাবেন ও পুলিশকে জানাবেন।মাদকের বিষয়ে কোন ছাড় নেই।

তিনি বলেন, আমার ঘোষনা হচ্ছে মাদকের বিরুদ্বে সরাসরি এ্যাকশন। তাই আমি আমার উপজেলার সকল মাদক সেবী হিসাবে পরিচিত বা বিক্রেতা হিসাবে পরিচিত তাদের এ পেশা নেশা ছেড়ে সমাজের ভাল হয়ে চলার আহবান জানাচ্ছি। আমরা যদি মাদক নির্মুল করতে না পারি। তবে ভবিষ্যত প্রজন্ম খুব খারাপের দিকে যাবে তাই সবাই মিলে এক হয়ে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, পৌর কাউন্সিলর মুক্তিরানী বসাক, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফরিদা ইয়াসমিন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ হীল বাকী প্রমূখ।

(এস/এসপি/জানুয়ারি ০২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test