E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট শহরের পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে এক সাথে ছাত্রলীগ-ছাত্রদল

২০২০ জানুয়ারি ০২ ১৮:৩৬:১৬
বাগেরহাট শহরের পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে এক সাথে ছাত্রলীগ-ছাত্রদল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শহরের পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে এক সাথে এগিয়ে এসেছে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের দুই রাজনৈতিক ফেলো বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী মনজুর হাসান উল্কা ও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক তালহা মাহী। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পরসপরের প্রতিপক্ষ এই দুই ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো শহরের মদনের মাঠের সামনে ও লঞ্চঘাট মসজিদ সংলগ্ন স্থান থেকে ময়লার ভাগাড় পরিস্কার না করা নিয়ে তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

ছাত্রলীগ ও ছাত্রদলের এই দুই নেতা জানান, শহরের মদনের মাঠের সামনে ও লঞ্চঘাট মসজিদ সংলগ্ন স্থান থেকে ময়লার ভাগাড় নিয়মিত পরিস্কার করতে ৩০০ শত অধিবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র গত ১৩ নভেম্বর মেয়র খান হাবিবুর রহমানের কাছে জমা দেয়া হলেও এখনো সমস্যরা কোন সমাধান হয়নি। এসময়ে জবাবদিহিতার প্রশ্নে বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকী তালুকদার জানান নতুন করে জায়গা নেয়া হয়েছে, দ্রুতই শহরের ময়লা নিয়ে যে নাগরিক সমস্যা রয়েছে তার সমাধান হবে।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এই দুই রাজনৈতিক ফেলোর সংবাদ সম্মেলননে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, সনাক সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, আওয়মী লীগ নেতা এ্যডভোকেট শরীফা খানম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, কর্মরত সাংবাদিকবৃন্দ।

(এসএকে/এসপি/জানুয়ারি ০২, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test