E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

২০১৪ আগস্ট ০৬ ১৬:৩৬:২৮
কলাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু ’গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনায় রক্তাক্ত জখম ১২ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে অবস্থার অবনতি ঘটলে ইলিয়াশ আকন, জিতেন সরদার, আরিফ আকন, শহীদুল ইসলাম, লিমন, আলমগীর, জাহানারা ও মনিকাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরস করা হয়েছে। অপর আহত মিরাজ, দেলোয়ার, সাইফুল ও নুরুল হক আকনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দশকানি গ্রামের নুরুল হক আকন ও জিতেন সরদার গ্রুপের মধ্যে এ সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতরা জানান, ঘটনারদিন সকালে জিতেন গ্রুপের লোকজন বাড়ির পাশের জমির সীমানায় একটি গাছ রোপন করে। ওই জমি তাদের দাবি করে নুরুল হক আকন গ্রুপের লোকজন ওই রোপন করা গাছটি তুলে ফেলে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিকালে এর রেশ ধরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
কলাপাড়া থানার এসআই বাদল জানান, দুুই গ্রুপই সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করে। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করাসহ রক্তাক্ত জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এমকেআর/এএস/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test