E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় গণকবর পরিদর্শণ করলেন ইউএনও

২০২০ জানুয়ারি ০৫ ১৭:২৭:১৮
কাপাসিয়ায় গণকবর পরিদর্শণ করলেন ইউএনও

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : স্বাধীনতা যুদ্ধে শহীদের নির্মিত উপজেলার বরুন গ্রামে দাস পাড়ায় গণকবরটি দুবৃর্ত্তদের হাতে হামলার অবহেলিত ভাবে পড়ে থাকা কবরটি আজ রবিবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা  পরিদর্শ করেন।

তিনি কবরের পাশে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করেন। তিনি কবরটি পরির্দশনের পর স্থানীয় সাংবাদিকদের জানান, অবহেলিত কবরটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে কবরটি উন্নয়নের জন্য বরাদ্ধ দেয়া হবে। এবং কবরটি রক্ষানাবেক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি শদীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এবং গণকবরের যাওয়ার জন্য রাস্তাটি পাকাকরনের ব্যবস্থার করে দেয়ার আশ্বাস দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা সংস্থার কর্মমর্তা শাহ এমরান হোসেন, বরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সাধান চন্দ্র দাস, স্থানীয় সাংবাদিক সঞ্জীব কুমার দাস, এফ এম কামাল হোসেন,শাকিল আহম্মেদ ও মো, মতিউর রহমান প্রমুখ।

উল্লেখ থাকে যে স্বাধীনতা যুদ্ধের সময় এলাকার ৪জন সংস্যালঘু সম্প্রদায়ের মানুষকে ধরে এনে গুলি করে হত্যার পর খড়দিয়ে আগুন জ¦ালিয়ে পুড়িয়ে মারে । পরে ওই এলাকার রাজাকারা তাদেরকে মাটিচাপা দিয়ে রেখে যায়।

(এসকেডি/এসপি/জানুয়ারি ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test