E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে যৌতুক, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ

২০২০ জানুয়ারি ০৫ ১৭:৩৫:৪২
মির্জাগঞ্জে যৌতুক, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রামীন সমাজ উন্নয়নে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সুবিদখালী মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ বাক্যে পাঠ করান মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম। 

রবিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও (জাইকা) প্রকল্পের সহযোগিতায় সুবিদখালী মহিলা কলেজ মিলনায়তনে সচেতনতা মূলক প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ দিল রুবা ইয়াসমিন লিজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রহমান ও উপজেলা জাইকা অফিসার মোঃ এনায়েত হোসেন প্রমূখ।

শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোশ্যে গ্রামীন সমাজ উন্নয়নে মাদক,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ইউজি/এসপি/জানুয়ারি ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test