E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুঃস্থদের কম্বল ভাগ করে নিলো বিএনপি নেতারা

২০২০ জানুয়ারি ০৫ ১৭:৪৪:২৯
দুঃস্থদের কম্বল ভাগ করে নিলো বিএনপি নেতারা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : তীব্র শীতে অসহায় গরিব দুঃস্থ শ্রেনীর মানুষরা যখন একটি শীত বস্ত্রের জন্য উপজেলা প্রশাসন এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সদস্যদের দ্বারস্থ হচ্ছে। ঠিক তখন দুটি উপজেলা পীরগঞ্জ-রানীশংকৈল মিলে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি দলীয় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের নামে স্থানীয় প্রশাসনের দেওয়া ২০০ শীত বস্ত্র (কম্বল) ভাগ করে নিলো রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপি’র নেতারা।সাংসদ জাহিদুর রহমান তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

জানা যায়, রাণীশংকৈল উপজেলা প্রশাসন স্থানীয়ভাবে সরকারী শীত বস্ত্র(কম্বল) দুঃস্থ অসহায় মানুষদের মাঝে বিতরণে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের পদবী ও এলাকা অনুযায়ী শীত বস্ত্র(কম্বল) তালিকা ও বণ্টন করেছে। সেই তালিকায় স্থানীয় এমপি জাহিদুর রহমান তার পক্ষ থেকে গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ২০০(দুইশত) সরকারী শীত বস্ত্র(কম্বল) বরাদ্দ পেয়েছেন।

পরে এমপি জাহিদুর রহমানের নির্দেশে সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্ত্রবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন আহম্মেদের নিকট হতে সরকারী এ শীত বস্ত্র(কম্বল) নিয়ে যান উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক শাহাদাত হোসেন প্রচার সম্পাদক নুর নবী পৌর ছাত্রদলের সভাপতি মৌমিন সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিএনপি নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক কর্মী জানান কম্বলগুলো উপজেলা থেকে নিয়ে আসার পর এমপি জাহিদুর রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি সম্পাদকরা তাদের নিজের জন্য কিছূ রেখে উপজেলা বিএনপি তাদের নিয়ন্ত্রনতাধীন ৬টি ইউনিয়ন বিএনপি শাখাকে ১৫থেকে১৬টি করে। এবং পৌর বিএনপি তাদের ওর্য়াড শাখাকে ৯টি করে শীতবস্ত্র(কম্বল) ভাগ করে দেন।

অথচ যে শীত বস্ত্র(কম্বল) সরাসির এমপি’র নিকট হতে গরীব দুঃস্থ অসহায় মানুষদের মাঝে যাওয়ার কথা। সে কম্বল তার রাজনৈতিক দলের নেতাদের হাতে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

৩ নং হোসেনগাঁও বিএনপি সভাপতি মমতাজের সাথে রবিবার দুপুরে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,উপজেলা বিএনপি আমাকে ১৫টি শীত বস্ত্র(কম্বল) দিয়েছে। আমি তা ওর্য়াডের নেতাদের দিয়ে দিয়েছে কথাও আবার ওর্য়াড বিএনপি’র সাংগঠনিক সম্পাদককেও দিয়েছি। এমন মনত্ব্য উপজেলার অন্য ইউনিয়ন ও পৌর ওর্য়াড বিএনপি নেতাদেরও।

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমানকে রবিবার বিকালে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেন নি। পরে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সাথে রবিবার মুঠোফোনে কথা হলে তিনি বলেন,উপজেলা বিএনপি তাদের ইউনিয়ন গুলোতে ১৫-১৬টি কম্বল ভাগ করে দিয়েছে। আর আমরা আমাদের পৌর ওর্য়াডের নেতাদের ৯টি করে শীত বস্ত্র(কম্বল) ভাগ করে দিয়েছি। নিয়মনুযায়ী বিতরণ করেছি তার মাষ্টার রোল আমাদের কাছে আছে।

এ বিষয়ে বক্তব্য নিতে ঠাকুরগাও-৩ আসনের বিএনপি দলীয় সাংসদ জাহিদুর রহমানকে ফোন দিলে তিনি ব্যাস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

(এস/এসপি/জানুয়ারি ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test